চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাঁদড়া গ্রামে দু’টি বসত বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ (৭ এপ্রিল) মঙ্গলবার ভোর ৫টার দিকে সুত্রপাত হয় অগ্নিকান্ডের। আগুনে পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। এলাকাবাসী জানান, ভোর রাতে দুলাল হোসেন মোল্লার ছেলে শুকুর আলী মোল্লার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় টের পেয়ে পরিবারের সবাই ঘর থেকে বাইরে বের হয়ে আসে। ঘরে থাকা এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পাশের দুলালের ঘরে ছড়িয়ে পড়ে।
তাদের চিৎকারে আসেপাশের প্রতিবেশিরা এগিয়ে এসে আগুনে নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই। চাটমোহর ফায়ার সার্ভিস কে ফোন দেয়া হলে তারা দূত ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই দু’টি টিনের ঘর, ঘরে থাকা নগদ টাকা, দু’টি ছাগল, পেঁয়াজ-রসুন, গো-খাদ্য, টিভি, ফ্রিজ সহ যাবতীয় আসবাবপত্র সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। এতে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্থ শুকুর আলী জানান, আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। এখন কিভাবে আমরা এই দুর্দিনে আবার নতুন করে করবো কিছুই ভাবতে পারছি না। থাকবো কোথায়,খাবো কি নিজেরা দিশেহারা হয়ে পড়েছি।চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মইনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে প্রায় সবকিছুই পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, ঘটনা জানতে পেয়ে ওই বাড়ি পরিদর্শণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।