মিঠু মুরাদ
পাটগ্রাম, লালমনিরহাট
সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সি.ও.ই জনাব আতাউর রহমান প্রধানের ১,০০০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এবং জগতবেড় ইউনিয়নে ১০০০ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয় ।বুড়িমারী ইউনিয়নে অবস্থিত আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয় এই বিতরণ করা হয় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহি অফিসার জনাব মশিউর রহমান, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আরিফুর রহমান প্রধান (লেলিন),সাদেকুল ইসলাম সজীব সহ—সভাপতি বাংলাদেশ আওয়ামী—যুবলীগ পাটগ্রাম উপজেলা শাখা ও প্রভাষক পাটগ্রাম মহিলা কলেজ,মেহেদী হাসান সুজনসভাপতি ধানমন্ডি ল কলেজ বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা ,আবু জিহাদ প্রধান।
সহ সম্পাদক ও সমন্নয়ক আওয়ামী–যুবলীগ বুড়িমারী শাখা,উমর ফারুক মেরুলসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী-যুবলীগ পাটগ্রাম পৌর শাখা,আবু কাওসার আলম, প্রধান শিক্ষক আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়। বুড়িমারী ইউনিয়নের ত্রাণ বিতরণ শেষে পাটগ্রাম ইউনিয়নের জগতবেড় ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।জগতবেড় ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মশিউর রহমান, জগৎবের ইউনিয়ন চেয়ারম্যান নবিবার রহমান,মোতাহার হোসেন প্রাধান শিক্ষক, নাজিরগোমারি প্রাথমিক বিদ্যালয়। ত্রাণ বিতরণ শেষে পরিবারের পক্ষ থেকে জনাব আরিফুর রহমান প্রধান (লেলিন) বলেন, সোনালী ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এন্ড সি.ও.ই জনাব আতাউর রহমান প্রধান ফরহাদ স্যারের নেতৃত্বে আমরা গ্রামের একবারে নিম্নআয়ের মানুষদের ত্রাণ দিয়ে যাচ্ছি। এবং এই ত্রাণবিতরণ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।