মিঠু মুরাদ
ব্যুরো চীপ লালমনিরহাট
পাটগ্রাম পৌর শহরের সর্ববৃহৎ দু’টি সবজি ও মাছ বাজার দুইটি সরিয়ে সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে স্টেডিয়াম মাঠে খোলা বাজার বসিয়েছেন। সামাজিক নির্দিষ্ট দূরত্ব মেনে এসব বাজারে মালামাল কিনছেন ক্রেতারা।
এর আগে পৌর শহরে মাইকিং করা হয়েছে। মাইকিং বলা হয়, পাটগ্রাম শহরের বাজারে অবস্থিত বড় দুটি কাঁচা বাজার, মাছ বাজারে সবসময় মানুষের ভীড় লেগেই থাকে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি থেকেই যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি সিদ্ধান্তে বাজারগুলো অন্যত্র স্থানান্তর করতে হবে। সকল খুচরা ব্যবসায়ীকে তাদের কাঁচামালের দোকান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শহরের সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে বসার জন্য বলা হয়েছে।
ব্যবসায়ীরা ওই মাঠে সামাজিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজ নিজ দোকান নিয়ে বসবেন। পৌরসভা কর্তৃপক্ষ স্টেডিয়াম মাঠের বাজার দেখভাল করবে। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠে পর্যাপ্ত জায়গা আছে। সেখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে পারবেন।