বিশেষ প্রতিবেদকঃ খাস পুকুরে গাছা থানার ওসির মৎস খামার! উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সু-দৃষ্টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি ও গাছা থানা যুবলীগের অন্যতম নেতা মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ৩/৪/২০১৯ইং তারিখে বাংলা ১৪২৬সন থেকে ১৪২৮ সনের জন্য পলাশোনার মৌজা ৩ একর ১১ শতাংশ অর্থাৎ ৯ বিঘা জমি ৩ বছরের মেয়াদীতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে লীজ নেন সু-দৃষ্টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ।
লীজ নেওয়ার পর উক্ত সমিতির সকল সদস্য মিলে লীজ নেওয়া জমিতে তারা উক্ত সমিতির নামে মৎস খামার ও মৎস এবং খামারের পাশে ১টি গরুর খামার দেওয়া হয়েছে। উক্ত সমিতির নামে এই খামার ২টি পরিচালিত হচ্ছে। এখানে কাউকে ভাড়া বা সাবলীজ দেওয়া হয়নি এবং এলাকার কাউকে কোনো ধরনের ক্ষয়-ক্ষতিও করা হয়নি।
উক্ত সমিতির ভাল কর্মকান্ডগুলো দেখে সমাজের এক শ্রেণীর কু-চক্রি মহল সাংবাদিকদের নিকট ভুল তথ্য দিয়ে গাছা থানার ওসিকে জড়িয়ে একটি অন লাইন পত্রিকায় সংবাদ পরিবেশন করিয়েছেন, উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সু-দৃষ্টি
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি ও গাছা থানা যুবলীগের অন্যতম নেতা মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সেই সাথে আরও বলেন, উক্ত মৎস খামারের সাথে গাছা থানার ওসির কোনো সম্পৃক্ততা নেই এটি সম্পূর্ণ সু-দৃষ্টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে।