কঙ্গনা রানাওয়াত যেভাবে বলিউডের প্রত্যেক তারকার উপর আক্রমণ হানা শুরু করেছেন তাতে একে একে সকল বলিউড তারকারাই ফুঁস’ছে তার বিরুদ্ধে। প্রথমত তিনি মা’দ’ক নিয়ে তারকাদের নিয়ে বিভিন্ন দাবি করে বসেন। তার কথায় বলিউডের সকল অভিনেতা-অভিনেত্রীরাই মা’দ’কের নে’শায় আ’সক্ত।





সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু মামলায় মা’দ’কের বিষয় উঠে আসতেই রিয়া চক্রবর্তী এবং তার ভাইয়ের জে’ল হয়। সেই বিষয়টি এখন বলিউডে ছড়িয়ে গিয়েছে। কঙ্গনার নিজের বিভিন্ন মন্তব্যের পা’ল্টা জ’বাবে জয়া বচ্চন সংসদে বলেন, ‘যেই থালাতে খাচ্ছো, সেখানেই থু’তু ফেলছো’।





তিনি কঙ্গনাকে বলেন, তিনি এতোদিন বলিউড রয়েছেন, এখান থেকেই নিজের পারিশ্রমিক পাচ্ছেন, এদিকে সেই ইন্ডাস্ট্রি অর্থাৎ কাজের জায়গার বিরুদ্ধে মিথ্যে অপবাদ আনছেন।





পাল্টা জবাবে কঙ্গনা টুইট করেন, কোন থালার কথা বলছেন জয়া জী। একটাই থালা পেয়েছিলাম, যেখানে আমি মিনিট দুয়েকের রোল আর আইটেম নম্বরে থাকার সুযোগ পেয়েছিলাম।





তাও হিরোর সঙ্গে সঙ্গ’মে লি’প্ত হওয়ার পর। আর ইন্ডা’স্ট্রিতে নারী ক্ষমতা’য়নের সূচনা করেছি। আমি নিজের থালা নিজেই সাজি’য়েছে না’রীবা’দী এবং দেশভক্তির ছবি দিয়ে।