ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখান পৌরসভায় কর্মহীন হয়ে পড়া দারিদ্র ও দিনমজুর লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) বিকালে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া দারিদ্র ও দিনমজুর মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে মশুর ডাল বিতরণ করা হয়।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবায়ের হোসেন জাবু বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে আসা এসব ত্রাণ বিতরণ করেন।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘরের বাইরে যেতে না পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে রিকশাচালক, দিনমজুর, সহ বিভিন্ন পেশার দারিদ্র পরিবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আসা খাদ্যসামগ্রী ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর সহযোগীতায় পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৫শ ২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।