চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কর্মময় জীবন নিয়ে যতই আলোচনা করি না কেন, কোন লাভ হবে না। যতক্ষণ না আমরা আমাদের কাজে কর্মে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন না করি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস এ খালেক অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. মনজুরুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি আবদুর রশীদ লোকমান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সৈয়দ আচরা উল্লাহ আদিল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক শাহাবুদ্দিন বাদশা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, রাশেদুল আরেফিন জিসান, ইমরান আলী মাসুদ, নাহিদ ইমতিয়াজ, সাউদার্ন মেডিক্যাল কলেজ শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রিয়াজ উদ্দিন বিপ্লব, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. তুষার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি নকিব ইসলাম শুভ, নগর ছাত্রলীগ নেতা উমর ফারুক জিশান, ইমরান হোসেন আরেফিন, সাজ্জাদ শাকিল, আসরাফুল ইভান সাগর, বঙ্গবন্ধু ছাত্রপরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ মিয়াজি, আবদুল আল আবু সাইদ, মিজানুর রহমান, ইমাদ সিকদ্দার, শুভ চৌধুরী,আরমান, সিকদ্দার সাংগঠনিক সম্পাদক ইমরান আশিক, রিদুয়ান, আবুল হাসনাত মুন, মো. ইমন, মো. সাজ্জাদ, মো. মাহি(আলিফ), মো. মাহি, রাফায়েত আরফিন তারেক, মো. খোকন।