মোঃ রিয়াজ উদ্দীন ; বিশেষ প্রতিনিধি ঃ
পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে। এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ টি দেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য,চাকরি,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট ।
ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে “তোমার সাথে বাংলাদেশ” ।
“তোমার সাথে বাংলাদেশ” ১৪/৪/২০২০ তারিখ সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় গরীব ও মধ্যবিওদের জন্য একটি জাদুর বাক্স নিয়ে এসেছে।
খিলক্ষেত এলাকায় আজ এ জাদুর বাক্সে ছিলো নিম্ন ও মধ্যে বিত্ত দের জন্য রাখা একটি উপহার যে কেউ একটি করে নিতে পারবে। জাদুর বাক্স এ ছিলো চাল,মুড়ি,তেল,আলু,সিম,টেটো লবন এবং একটি সাবান।
এ সময় উপস্থিত ছিলো সংগঠনের সভাপতি হিমেল রাজ ও সাধারণ সম্পাদক রানা আহমেদ রহমত উল্লা,এবং সংগঠন এর কার্যকরী সদস্য উম্মে কুলসুম হ্যাপি ও কার্যকরী সদস্য ফরহাদ হোসেন।
সংগঠনের সভাপতি হিমেলরাজ গনমাধ্যমকে বলেন, আমরা এ যাদুর বাক্স টি চালু করেছি এখান থেকে যে কোন কেউ নিতে পারে এবং জনসমাগম থেকে সবাই বিরত থাকে।এখানে লাইনে দাঁড়াতে হবেনা, কোন ছবি তোলা হবেনা।
তিনি আরও বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় আমরা এটা চলমান রাখতে সমাজের হৃদয়বান এবং বিত্তমানদের প্রতি আমাদের আহ্বান আপনারা আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন সমাজের অসহায় মানুষের পাশে থাকুন। যে যেভাবে পারেন এগিয়ে আসুন আমাদের সাথে থাকতে আমাদের কে ইনবক্সে ম্যাসেজ করুন, সবাই ঘরে থাকুন নিরাপদ থাকুন আমরা আছি আপনাদের পাশে। জগতের সকল প্রানি সুখি হোক মানবতার জয় হোক।