ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু খুনি ক্যাপ্টেন মাজেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে বলেন, আমরা তাকে দেশে পেয়েছি। কেউ পুশব্যাক করেছে কিনা বলতে পারবো না।
এদিকে গ্রেপ্তারের পর আবদুল মাজেদকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার পর ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তার গ্রেপ্তার বিষয়ে শুনানি হবে বলে গণমাধ্যমকে জানান আদালতের হাজতখানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদসহ ৬ জন পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।
তবে কেউ কেউ ধারণা করছে, বিশ্বব্যাপী করোনা মহামারিতে খুনি মাজেদ বাংলাদেশকে নিরাপদ ভেবে প্রবেশ করেছিল। কিন্তু তার শেষ রক্ষা হলো না।