ঝালকাঠি সদর হাসপাতালের লাশকাটা ঘরে দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘর থেকে ময়নাতদন্তের কাজে ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ বেশকিছু সরঞ্জাম চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে একটি লাশ কাটার জন্য ডোমঘরে আনলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।
লাশকাটা ঘরে দায়িত্বরত পলক ডোম জানান, শুক্রবার সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ বেশকিছু সরঞ্জাম চোর চুরি করে নিয়ে গেছে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আবুয়াল হাসান সাংবাদিকদের জানান, সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও হিমশিম খেতে হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।