করোনা মহামারির কারণে বন্ধ থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন আবার চালু হচ্ছে। গত কয়েকমাস বন্ধ থাকার পর ট্রেনটি আবার চালুর সংবাদে ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চালু করার জন্য ইতোমধ্যেই বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে পৌঁছেছে একটি ট্রেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মো. মাসুম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চলাচলের উদ্যোগ নিয়েছে।
সকাল পৌনে ৭টা থেকে ঢাকামুখী যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দেবে বলে জানা গেছে।