সোহরাব হোসেন ক্রাইম প্রতিবেদক ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ধুলিয়াপাড়া গ্রামে জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম)”র উদ্যোগে এক বিশেষ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় ধুলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশের অনুষ্ঠিত হয়। তিনি পর পর দুই দিন ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনা স্থলে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন, শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ বজলুর রহমান , ওসি তদন্ত মোহসীন হোসেন, ওসি কচুয়া তদন্ত কের্ন্দ্রের পিয়ার আলী , ৫ নং কাঁচেরকোল ইউনিয়ন চেয়ারম্যান এ্যডঃ সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।এসময় পুলিশ সুপার নিহত আভি ও লাল্টুর পরিবারের লোকজন ও এলাকাবাসীর বক্তব্য শোনেন।
নিরাপদ দুরত্ব বজায় রেখে সবার বক্তব্য শোনেন তিনি । পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আমার এ জেলায় ২০ মাস চাকুরির বয়স এই ২০ মাসের মধ্যে ১৯ মাস এ জেলায় কোন বড় ধরনের অপরাধ সংঘটিত হয়নি কিন্তু গত এক মাসে এ উপজেলায় ৪টি খুন হয়েছে। খুন পরবর্তী এ এলাকায় লুটের রেওয়াজ আছে । যেকোন মুল্যে এ লুটপাট পুলিশ ঠেকাবে।আপরাধী যতই শক্তিশালী হােক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোকনা কেন । পবিত্র রমজান মাসে করোনা মহামারীতে সবাই যখন আতংকিত তখন কতিপয় সন্ত্রাসীরা মানুষ হত্যা করবে এটা মেনে নেওয়া যায় না। হত্যার সাথে কে বা কাহারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।
তিনি এ হত্যা মামলার বাদী পক্ষের কাছে আবেদন করেন যে তারা যেন কারো উস্কানিতে পড়ে লুটপাট বা আইন শৃংখলার অবনতি হয় এমন ধারণের কোন কাজ না করে। এসময় তিনি আরো বলেন, যারাই এ এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের এমন অবস্থা করা হবে তারা যেন সারাজীবন পুলিশের কথা মনে রাখে। । ইতিপূর্বে এ এলাকায় আইনশৃংখলার অবনতি হলে গত ১০ই মার্চ বিদ্যমান দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয়ে ছিল।এলাকাবাসী দের উদ্দেশ্যে বলেন,আমার ফোন নম্বার রেখে দেন যে কোন সময় আপনাদের অভিযোগ থাকলে আমাকে ফোন দেবেন।আমি যথা সাধ্য আপনাদের পাশে থাকবো বলেও জানান তিনি।