সোহরাব হোসেন ক্রাইম প্রতিবেদক,ঝিনাইদহ।
সারাবিশ্বে আতঙ্কের আরেক নাম করোনা ভাইরাস! এই ভাইরাস রোধে বিশ্ব নেতৃবৃন্দ সহ চিকিৎসক বিজ্ঞানী ও ডাক্তাররা আমরণ লড়াই চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাস সংক্রামিত কোন এনটি ভাইরাস তৈরি করতে সক্ষম হয়নি কেউ ।ফলে সারাবিশ্বে দিনকে দিন মৃত্যের সংখ্যা বেড়েই চলেছে।
গত ৮ মার্চ ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় যত দিন যাচ্ছে বাংলাদেশও করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । ঠিক সেই মুহুর্তে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদের উদ্যেগে গরীব দুঃথী খেটে থাওয়া মানুষের জন্য ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।৯,এপ্রিল শুক্রবার প্রাণঘাতী এই করোনা ভাইরাস রোধে লকডাউনে থাকা দিন আনে দিন খাওয়া গরীব দুঃখি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনের উদ্দেশ্যে কোটচাঁদপুর ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে নিয়ে পৌর ভবনে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সরব সম্মতিক্রমে একটি ত্রাণ কমিটি্ও গঠণ করা হয়েছে।কোটচাঁদপুর পৌর মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩,আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেসা মিকি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃশাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন ও যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম প্রমূখ।