ঝালকাঠি প্রতিনিধি : রাজাপুরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হাচান হাওলাদার (২৫) কে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন শরীফ মাকের্ট এলাকার তার (হাচান) নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাচান ঐ এলাকার মৃত ইদ্রিস আলী হাওলাদারের বড় পুত্র।
মামলা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাসানের নিজ বাসা ঘেরাও করেন। তাদের উপস্থিতি টের পেয়ে হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে গ্রেফতার হয়। এ সময় হাসানকে জিজ্ঞাসাবাদ করলে হাচান স্বীকার করে যে সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার কাছে মাদকদ্রব্য রয়েছে। এ সময় হাসানের শয়ন কক্ষে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঐ বিশেষ দলটি।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় হাচানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১৫)।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হাসানকে আজ বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।