নীলফামারী প্রতিনিধিঃ শত বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্লান ২ হাজার ১০০ বাস্তবায়নে, নানাবিধ কর্মষজ্ঞ বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। নিবির পর্যবেক্ষনে জলবায়ু পরিবর্তনের এমন কর্মকান্ড আশার আলো জাগিয়েছে সুফলভোগীদের মাঝে। এরই অংশ হিসেবে এই প্রকল্পের আওতায় নীলফামারীতে খননকৃত নদীর দুই ধারে সবুজের সমারোহ ঘটাতে আর জীবও বৈচিত্র ও পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির ওষুধের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ভাবে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া- দেওনাই চাড়ালকাঁটা নদীর ধারে বৃক্ষরোপন এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এ সময় সংশ্লিষ্টরা জানান, ৩০ থেকে ৩৮ প্যাকেজে চার প্রজাতির প্রায় ৫ হাজার ওষুধি-ফলজ ও বনজ চারা রোপন করা হবে। যার সুফল পাবেন স্থানীয়রা। এ সময় পাউবোর পওর বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, শাখা কর্মকর্তা ইবনে সাইদ শাওন ও প্রজেক্ট ম্যানেজার শাওন ইসলাম, সহকারী ছয়ফল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন। তবে যাবতীয় এই কর্মকান্ড স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।