চীনে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। এ থেকেই বিশেষজ্ঞরা বলছেন,করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সম্ভাবনা এখনো রয়েই গেছে।
আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জন বহিরাগত। ৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। ৩ জনের সবাই উত্তর পূর্বাঞ্চলের জিলিন শহরের বাসিন্দা। এ পরিস্থিতিতে সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরে অবস্থান করতে বলা হয়েছে। জরুরী প্রয়োজনে প্রত্যেক বাড়ির একজন বাইরে বের হতে পারবে। সবার করোনা টেস্ট করোনা হবে , নেগেটিভ না আসা পর্যন্ত কেউ শহর থেকে বাইরে যেতে পারবে না। চীনা চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন, এখনো করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে।
চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৪৭ জন। মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।