চিকিৎসক-নার্সদের সুরক্ষায় এবার রিসোর্টের ব্যবস্থা করলেন গাজীপুরের মেয়র করোনাভাইরাসের নতুন হটস্পট হতে যাচ্ছে গাজীপুর-এই আশঙ্কা থেকে নিজের তৎপরতা বাড়িয়ে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় চিকিৎসক ও নার্সদের থাকার জন্য স্থানীয় কয়েকটি রিসোর্ট ভাড়া করছেন মেয়র। যাতে এই স্বাস্থ্যকর্মীদের কারণে তাদের পরিবারে ঝুঁকি তৈরি না হয়।
জানা গেছে, আপাতত গাজীপুরের বিভিন্ন এলাকায় পাঁচটি রিসোর্টে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করছেন মেয়র জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে দুটি উন্নতমানের হোটেল ও রিসোর্ট বুকিং দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ১০ টিতে উন্নীত করা হবে।