চাটমোহর (পাবনা) প্রতিনিধি
নভেল করোনা ভাইরাস-এর প্রভাবে বন্ধ থাকা ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সদস্যদের মাঝে চাটমোহর ব্যবসায়ী সমিতি কার্যালয় থেকে আজ ১২ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় দফা ৬৬ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে।
চাটমোহর ব্যবসায়ী সমিতি’র নিজস্ব অর্থায়নে প্রথম দফায় ২৬২ জন সদস্যের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন হওয়ার পর আজ ১২ এপ্রিল রবিবার ২য় দফায় আরও ৬৬ জন ক্ষুদ্র সদস্যের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবন, জীবানুনাশক সাবান সমৃদ্ধ একটি করে খাদ্য সামগ্রী’র প্যাকেট বিতরণ করা করেছে।
প্রথম দফা ও দ্বিতীয় দফা মিলিয়ে চাটমোহর ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে সর্বমোট ৩২৮ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।
খাদ্য সহায়তা প্যাকেট বিতরণের সময় চাটমোহর ব্যবসায়ী সমিতি’র কার্যনির্বাহী কমিটি’র নেতৃবৃন্দ এবং সমিতি’র কর্মচারিগণ উপস্থিত ছিলেন।