করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেলকুচির মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখা। নিম্ন আয়ের মানুষদের হাত স্যানিটাইজ করে মাস্ক বিতরণ করা হয়। ‘ঘরের বাইরে মাস্ক পরুন, করোনা থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনব্যাপী এই কার্যক্রম চলবে পুরো উপজেলাজুড়ে। ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হোসেন আলী ছট্রু।
কালের কণ্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ বলেন, উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেড়েছে যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্দি পাচ্ছে। বেলকুচির মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের এই আয়োজন। বেলকুচিতে শুভসংঘের ভালো কাজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ জানান, কালের কণ্ঠ শুভসংঘ সারা দেশব্যাপী ভালো কাজ করছে। সেই প্রেক্ষিতে বেলকুচি উপজেলা শাখা ইতিপূর্বে বিভিন্ন ভালো কাজ করছে। আমি এমন আয়োজনে যুক্ত হতে পেরে আনন্দিত। ভালো কাজে আমি পাশে থাকব।
মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিম, প্রচার সম্পাদক আজমীর হোসেন সাদ, আপ্যায়ন সম্পাদক তৌফিকুল ইসলাম, উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক জোবাইদা জেরিন, কার্যনির্বাহী সদস্য খাদিজা খাতুন, তাসলিমা খাতুন, সিয়াম হোসেন প্রমুখ।