নিজস্ব প্রতিনিধি
নওগাঁর মান্দায় গ্রামীণ ব্যাংক গণেশপুর শাখার উদ্যোগে দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মল্লিক বখতিয়ার হোসেন এর নির্দেশনায় এবং মান্দা উপজেলা শাখার এরিয়া ম্যানেজার অনুপ কুমার রায়ের পরামর্শক্রমে মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক গণেশপুর শাখার সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গ্রামীণ ব্যাংক গণেশপুর মান্দা শাখা ব্যবস্থাপক সামিউল ইসলাম,সেকেন্ড অফিসার নাজমুল কবির এবং দৈনিক ভিত্তিক কাজের লোক অাশরাফুল ইসলামসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে প্রত্যেককে ৩০ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পিঁয়াজ, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ৪ টি করে সাবানসহ নগদ ৬০০ শত টাকা করে প্রদান করা হয়।