কাউন্সিলরকে গালিগালাজের প্রতিবাদ করায় কাউন্সিলরের সামনে কাউন্সিলরের ড্রাইভারকে কিলঘুষি মেরে জখম করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোঃ আনোয়ারুল করিম জুয়েল মর্মে কাউন্সিলরের ড্রাইভার মোঃ নুরুল আমিন (৩৯) বাদী হয়ে গাছা থানায় ১টি অভিযোগ দাখিল করেছে। উক্ত ঘটনায় গাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছা থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সচিব আনোয়ারুল করিম জুয়েল (৩৫) উক্ত ওয়ার্ডে সচিব থাকা অবস্থায় ইচ্ছেমত চলাফিরা করে এবং সে অফিস না করে উক্ত ওয়ার্ডের ঠিকাদারদের নিকট থেকে সাব কন্ট্রাকে কাজ নিয়ে সে তার কন্ট্রাকে কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং বিভিন্ন জনের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকে এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর হোসেনের বিভিন্ন জায়গায় বদনামসহ নানারকম রটনা রটিয়ে বেড়ায়। গত ২৪/০৮/২০২০ তারিখে দুপুর ২টার দিকে কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন মাস্টার তার ড্রাইভার নুরুল আমিনকে নিয়ে ওয়ার্ডের বেস্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় বিভিন্ন নির্মাণ কাজের পরিদর্শন করার সময় সচিব আনোয়ারুল করিম জুয়েলকে দেখতে পায় কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন এসময় আনোয়ারুল করিম জুয়েল অফিস না করে ঘোরাঘুরি করার কারণ জানতে চাইলে আনোয়ারুল করিম জুয়েল ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর আলমগীর হোসেন মাস্টারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এসময় কাউন্সিলরের ড্রাইভার নুরুল আমিন উক্ত গালিগালাজের কারণ এবং প্রতিবাদ করলে আনোয়ারুল করিম জুয়েল ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ৮/১০জনের সন্ত্রাসী প্রকৃতির লোক ড্রাইভার নুরুল আমিনের উপর ঝাপিয়ে পড়ে মারধোর করতে থাকে এসময় জুয়েলের নেতৃত্বে হামলাকারীরা নুরুল আমিনের উপর হামলা চালিয়ে মারাত্বক জখম করে এসময় নুরুল আমিনের চিৎকারে আশেপাশের লোকজন এসে নুরুল আমিনকে জুয়েল বাহিনীর হাত থেকে উদ্ধার করে। এসময় জুয়েল নুরুল আমিনকে বিভিন্ন রকম হুমকিধামকীসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি প্রদান করে। এদিকে নিজের চাকরি বাচাতে আনোয়ারুল করিম জুয়েল তার ফেইসবুক আইডি থেকে কাউন্সিলরসহ তার লোকজনকে নিয়ে বিভিন্ন রকম আপত্তিকর পোস্ট ও লাইভ প্রকাশ করেছে উক্ত ঘটনায় গাছা থানার এস.আই. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।