নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার প্রাণপ্রিয় জনদরদি মানবতার ফেরিওয়ালা মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একযোগে মশা নিরোধক কার্যক্রম শুরু করেছেন আজ টঙ্গী থেকে তার শুভ উদ্বোধন করেন। মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন যে ১৫০টি জার্মানি,আমেরিকা এবং কোরিয়ান মেশিনের সাহায্যে আমরা ওয়ার্ড ভিত্তিক মশা নিরোধক কার্যক্রম প্রতিটি ওয়ার্ড এবং এলাকাভিত্তিক শুরু করেছি।যেন কোন ভাবে ডেঙ্গু মশার আক্রমণ আমাদের শহরের না হতে পারে। সে হিসেবে আমরা অগ্রিম ভাবে কাজটি শুরু করেছি আমি নগরবাসী সবার কাছে সহযোগিতা চাই সবাই মিলে এই শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। আমরা করোনা এবং ডেঙ্গু থেকে আমাদের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষিত রাখতে চাই এইজন্য আমরা সকলের নিকট সহযোগিতা চেয়েছি।এই মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে নগরবাসীর জন্য।