মোঃ নজরুল ইসলাম,টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস সঙ্কটের মধ্যে দেশের ১২ টি মহানগরীর কর্মহীন,নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ১০ টাকা কেজি দরের বিশেষ ও এম এসের চালের বরাদ্দ বাড়িয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় এসব মহানগরের জন্য ও এম এসের চালের বরাদ্দ বাড়িয়ে (শনিবার ২৬/০৪/২০২০) খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে গাজীপুর সিটি কর্পোরেশনকে নতুন করে ৪৩২ টন,যা আগে বরাদ্দ দেওয়া ছিল ৩৬০ টন। প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে দুই দিন বিশেষ ও এম এসের চাল বিক্রির পর গত ১৩ এপ্রিল এই কার্যক্রম স্থগিত করে সরকার। এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় এবং তাতে করোনা ভাইরাস বিস্তরের সঙ্কা বাড়ার কথা জানিয়ে এই কার্যক্রম স্থগিত করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড-নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে তাদের বিশেষ ও এম এসের চাল দেওয়ার সিদ্বাস্ত নিয়েছে সরকার। পরিবার প্রতি মাসে ২০ কেজি বা পনের দিনে ১০ কেজি করে বিশেষ ও এম এসের চাল কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।