গাজীপুর মহানগরের গাছা থানার অন্তর্গত ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়েছে। গত বুধবার দুপুরে প্রথমে ৩৬নং ওয়ার্ডের গাছা বাজার এলাকায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা. মোঃ মনির হোসেন মনু বেপারী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি., বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহম্মেদসহ উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, গাছা থানা কৃষকলীগের সভাপতি সাহাজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন পাঠান অপরদিকে একই ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি., বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল্লাহসহ উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, গাছা থানা কৃষকলীগের সভাপতি সাহাজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন পাঠান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।