মো:শফিকুল ইসলাম, গাজীপুর।
গাজীপুরের দক্ষিন খাইলকুর ৩৮নং ওয়াডের পেয়ারা বাগান বাদশা মিয়া স্কুল রোড লেটেস ফ্যাশন লিমিটেড বিনা নোটিশ ও বেতন ছারাই ২০০ শ্রমিক ছাটাই করা হয়।গত কাল রবিবার শ্রমিক রা কারখানাই প্রবেশ করতে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়।শ্রমিদের কাছে জানতে চাইলে তারা জানান আমাদের কে জোড় করে কারখার মালিক লিটন ও ম্যানেজার আরিফ হোসেন।চাউল,ডাউল, গরুর মাংস ইত্যাদী নিতে বলে অনেক বেশি দাম ধরে। আমরা নিতে না চাইলে আমাদের কে কোন নোটিশ ও বেতন ছারা ছাটাই করে।শ্রমিকরা তাদের বেতন চাইতে গেলে কার খানার ম্যানেজারের ভাতিজা তৌহিদ সহ আরো অনেকে আমাদের উপর আঘাত আনে এতে গুরুত্ব আহ হয় মো:শিবলু আহম্মদ নামক এক শ্রমিক তাকে তাইরোনেছা হসপালে ভতি করা হয়।ওয়াড কাইন্সিলর হাজী মো: মনিরুজ্জান মনির মালিকের কাছে জানতে চাইলে মালিক বলেন কারখানাই কাজ নেই সেই জন্য শ্রমিক ছাটাই করা হয়েছে ।কাউন্সিলর বিষয় খতিয়ে দেখছেন।পরিস্থিত সাভাবিক আনতে সেখানে পুশিল মোতায়ন করা হয়।