মোঃ রহিম সরকার : গাজীপুর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যালালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ হইতে প্রাপ্ত সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধনপ্রাপ্ত সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার গাজীপুর নাটমন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন সর্দার। বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহমেদ, দিলরুবা ফৌজিয়া, আওয়ামীলীগ নেতা আফছার উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, কে এম পলাশ মাহমুদ, আক্তার হোসেন সরকার, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যালালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৮৫জন গরিব রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে প্রথম কিস্তিতে ১২২জন গরীব রোগীকে ৫০ হাজার টাকা করে ৬১ লক্ষ টাকা, দ্বিতীয় কিস্তিতে ১০৫জন গরীব রোগীকে ৫২ লত্শ ৫০ হাজার টাকা গরীব রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। সর্বমোট ৩ কিস্তিতে ৩১২জন গরীব রোগীকে ১ কোটি ৫৬ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর গাজীপুর হইতে নিবন্ধনপ্রাপ্ত গাজীপুর জেলার ৮০টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে ২৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।