কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নে করোনায় কর্মহীন হত দরিদ্র ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার(১১মে)দুপুরে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী জানায়, স্থানীয় সরকারের বিধি মোতাবেক মাননীয় সংসদ সদস্য মেহের আফরুজ চুমকি এমপির পরামর্শ অনুযায়ী মোক্তারপুর, বক্তারপুর ও জামালপুর ইউনিয়নের মোট ৩৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলে মোক্তারপুর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হেকিম ফরাজি, মোফাজ্জল হোসেন খান, মোঃ আলিউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সহ অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মোক্তারপুর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ-করোনা মহামারী থেকে আল্লাহ্ পাক আমাদের মুক্তি দেন এই প্রার্থনা করি। সকালে সামাজিক দূরত্ব বজায় রাখি। বার বার সাবান দিয়ে হাত ধুই এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশিকা মেনে চলতে হইবে।