সদর উপজেলার মনিপুর পপুলার হসপিাটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং ওটি ইনচার্জ মো. সুমন আহমেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসপাতালের এক সেবিকা মামলা করেছেন। ১১ ডিসেম্বর জয়দেবপুর থানায় মামলাটি করা হয়। এর পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। বাদীর অভিযোগ, গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কোয়ার্টার থেকে মনিপুর বাজারে আসলামি মার্কেটে কেনাকাটার জন্য বের হন তিনি। এ সময় জরুরি প্রয়োজনে সাইফুল তাকে হাসপাতালের সামনে আসতে ফোন করেন। সেখানে যাওয়ার পর এক রোগীর জরুরি ড্রেসিং করতে যেতে হবে বলে অপেক্ষারত প্রাইভেট কারে উঠতে বলেন তাকে। ওই প্রাইভেটকারে উঠলে তারা অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্তরা। চিৎকার করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন তারা। গাজীপুরের জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।