করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়ে করোনা পরবর্তী সময়ে গাজীপুরের প্রান্তিক পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দিচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ। এরই মাঝে ৯ টি প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
সহ-শিক্ষা কার্যক্রমের একটা বড় অংশ ই বহন করে বিতর্ক। বলা যায় মেধার বিকাশে সহ শিক্ষা কার্যক্রমে একচ্ছত্র আধিপত্য বিতর্কের। সেই বিতর্ককে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে মেধাসম্পন্ন একটি জেলা গড়ার কাজ করে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘটি। সংগঠনের সাথে জড়িত গাজীপুরের নয়জন কৃতি বিতার্কিক, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। কেউ কেউ রয়েছেন কর্মক্ষেত্রে। তবুও বিতর্ককে ভালোবেসে, স্বেচ্ছাশ্রমে তারা বিতর্কের আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। বিনাপারিশ্রমিকে বিতর্কের প্রসার ঘটানোতেই তারা খুঁজে পান ভালোবাসা। সংগঠনটির উপদেষ্টা এডভোকেট মীর পারভেজ বলেন, “আমাদের যাত্রাপথ মোটেও মসৃণ ছিলোনা। অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে যে সাড়া পেয়েছি, তা প্রকাশ করার মতো না। সবার সহযোগিতা পেলে আগামী এক বছরের মাঝে গাজীপুরকে বিতর্কের জেলা ঘোষণা করাও কোন ব্যাপার হবেনা।
দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী, রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাদের সহযোগিতা থাকলে সংগঠন টি আরো অনেক দূর যাবে এমনটা ই মনে করছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা।