গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির (৩৫) পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল মান্নান জানান, রবিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর বিলাশপুর এলাকা অতিক্রম করছিল। এসময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তি হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে তার শরীর থেকে ডান হাত, পা ও পেট বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে সাদা সার্ট ও নীল রংয়ের জিন্সের প্যান্ট রয়েছে।