হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বৃহস্পতিবার বিকালে গাছা প্রেস ক্লাব কর্তৃক প্রেসক্লাব চত্বরে উদযাপিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা অধ্যক্ষ অ্যাডভোকেট মহিউদ্দিন মহি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত আগামী গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুল আজিজ খান, সদস্য সচিব আশাদুল কবীর বঙ্গবন্ধু, মহানগর কৃষক লীগের যুগ্মসাধারণ
সম্পাদক মোঃ লিটন মোল্লা, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক শাহীন আলম, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন দিপু, গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, গাছা থানা আওয়ামী লীগ নেতা মোঃ শহীদুল্লাহ, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহিন, গাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা রুবেল আহমেদ বেগ, বাংলা নিউজ টিভির মোঃ সোহেল মিয়া, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাইফুল ইসলাম মানিক, গাছা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির,গাছা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুম্মন খান,আওয়ামীলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মোঃ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর খুনি যাদেরকে এখনও বিচারের সম্মুখীন করা যায় নাই, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়।
পাশাপাশি ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে সেদিন যারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইকবাল হোসেন। এবং সব শেষে গরীব, অসহায়, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।