মো:শফিকুল ইসলাম
স্টাফ রিপোটার: গাজীপুর।
নভেল করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশ লক ডাউন করার ফলে ঘর থেকে বের হচ্ছেনা কেউ,খেটে খাওয়া মানুষ পরেছে মহা বিপাকে, ইতি মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে পুরো দেশব্যাপী । এই পরিস্থিতিতে গাজীপুর মহানগরের গাছা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ ‘আলেম আলেমের পাশে ‘ এই স্লোগান নিয়ে করোনায় বিপর্যস্ত আলেমদের মাঝে উপহার সামগ্রী বিতারণ করেন। ৩৫ নং ওয়ার্ড মুক্কু স্বরনী জামালুল কুরআন মাদ্রাসা প্রঙ্গানে বিপর্যস্ত আলেমদের মাঝে,চাইল -২০কেজি, ডাউল-১ কেজি, আলু-৬কেজি, আটা-৩ কেজি, তেল-১লিটার, লবন-১কেজি, সোলা-১কেজি,মুড়ি-১কেজি, চিনি-১কেজি, পিয়াজ-১কেজি, খেজুর -৫০০গ্রাম, সাবান লন্ডি-১টা, সাবান -সুগন্ধী ১টা ও নগদ জন প্রতি তিন শত টাকা বিতারণ করা হয়।খাদ্য সামগ্রী বিতারণ কালে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পুর্ন মুফাসসিরে কুরআন সংগঠনের উপদেষ্টা ও বোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব,হযরত মাওলানা কারী মো: আবদুর রহিম আল মাদানী।উপস্থিত ছিলেন গাছা উলামা ঐক্য পরিষদের সভাপতি জনাব মুফতী মো:তরিকুল ইসলাম তালুকদার । আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা নুরুল ইসলাম গুলজারী,মাওলানা মো:ইউসুফ মিয়াজী ,মাওলানা মো:মুনির হুসাইন আব্বাসী ও মুফতি আ:হালিম সাহেব । কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মো: কবির হোসেন নুরানী,মাওলানা ফারুক হোসেন,মাওলানা মো:আনোয়ার হোসেন সাবেরী,মাওলানা মুফতী সুহাইল,মাওলানা মো:বেলাল হোসাইন,মাওলানা মো: তালহা,মাওলানা মো: হাবিবুল্লাহ , হাফেজ মো:শফিকুল ইসলাম,হাফেজ আ: হাই, মাওলানা আদুল হালিম নুমানী,মাওলানা মো:মাহাবুর রহমান শরীফ,মাওলানা মো:মুকাররম হুসাইন প্রমুখ সদস্যবৃন্দ।খাদ্য সামগ্রী বিতারণ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুফতি আসাদুল্লাহ নুর।খাদ্য সামগ্রী বিতারণ কালে আবদুর রহিম আল মাদানী বলেন, দেশের এই কান্তি সময় সবাই কে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। সংগঠনের সন্মানিত সভাপতি মুফতী তরিকুল ইসলাম তালুকদার বলেন , এই মহামারী যত দিন থাকবে তত দিন আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। ইনশাআল্লাহ। খাদ্য বিতারণ শেষে মহান আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করা হয়। ঘরে থাকুন ভাল থাকুন।