একটি ছেলে আর মেয়ে মটর বাইকে
যাচ্ছে,
মটর বাইকের স্পিড প্রায় 110 Mph
এমন সময় মেয়েটা বলে উঠলো
জান আস্তে চালাও, ভয়
লাগছে কিন্তু..
কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও না আমার খুব ভয় লাগছে প্লিজ স্পিড টা কমাও






ছেলে : তাহলে I Love You বলো।
মেয়ে : I Hate You,
ছেলে : হয় নাই, বল I Love You
মেয়ে : আচ্ছা I Love You…..
এবার স্পিডটা কমাও।
ছেলে : এবার আমাকে জড়িয়ে ধর…
মেয়ে : পারবো না,
ছেলে : তাহলে স্পিডও কমাবো না।
মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং
বলল
“আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও”।
ছেলে : হেলমেটটা খুব বিরক্ত করছে
হেলমেটটা
খোল তো। মেয়েটা ছেলেটার
হেলমেট খোলে
হাতে ধরে রাখল।






ছেলে : ওটা ধরে রেখেছ কেন? ওটা
পড়।
মেয়ে হেলমেটটা পড়ল এবং একটু পর
তাদের
Accident (দুর্ঘট’না) হল।
মেয়েটা অ’জ্ঞান হয়ে পড়ল।
তারপর যখন মেয়েটার জ্ঞান ফিরল তখন
জানতে পারল ছেলেটা মারা গেছে
এবং তাদের এই
দুর্ঘট’নার কারন, বাইকের ব্রেক ফেইল
হয়েছিল।






তখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা
অনেক আগেই
বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক
ফেইল হয়েছে।
তাই নিজের হেলমেটটা তাকে
পড়িয়ে নিজের জীবনের
বিনিময়ে তার জীবন বাঁচিয়েছে…..






.
এইটাই ছেলেদের ভালোবাসা
যেটা সব মেয়েরা কখনো বুজবে নাহ……………❤❤
লেখকঃ বাবু ভাই