মোঃআরিফ মৃধাঃ
গাজীপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড এলাকায় গরীব,অসহায়,দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহানগরের অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব।একশতাধিক গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ যারা করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে কষ্টের মাঝে দিনাতিপাত করছেন তাদের মাঝে এ সাহায্য বিতরণ করা হয়। ফ্রেন্ডস ক্লাব মহল্লার যুবকদের সমন্বয়ে একটি অরাজনৈতিক সংগঠ। এলাকাবাসী যুবকেরা নিজেরা উদ্যোগী হয়ে এ মহতী উদ্যোগ নেন।
সত্যিসত্যিই প্রশংসনীয় উদ্যোগটি।যেখানে ত্রাণ নিয়ে প্রতিদিনই গনমাধ্যমে অনিয়মের খবর আসছে,সেখানে সরকারি অনুদান হীন নিজস্ব অর্থায়নে এ ধরনের উদ্যেগ গ্রহণ করা যারা অনিয়মের সাথে জড়িত তাদের জন্য একটি বড় দৃষ্টান্ত হতে পারে। এলাকার বেকার যুবকেরা যারা নিজেরা অর্থ উঠিয়ে এরকম মহত উদ্যেগ নিয়েছে তাদেরকে হাজারো সালাম।আমাদের সমাজের বিত্তশালীদের উচিৎ এ যুবকদের থেকে শিক্ষা নিয়ে গরী, অসহায় মানুষের পাশে দাড়ানো।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একটি মানুষও যেন না খেয়ে থাকে সে লক্ষ্যে সকলেরই কাজ একান্ত জরুরী। প্রাণঘাতী করোনা সারা বিশ্বে আজ এক মহা আতংকের নাম।মহামারি এই ভাইরাসটির কাছে মানুষ আজ বড় অসহায়।চিকিৎসা বিঙ্গান আজ অনেকটাই ব্যর্থ।সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আজ যেন তাদের যেন আর কোন উপায় নাই।করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো।ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা সকলকে আহবান জানিয়েছেন, সনাাজের বিত্তশালীরা যাতে অসহায় মানুষের পাশে দাড়ায়।