মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তায় শুয়ে থাকা অসহায় শীতার্তদের দুস্থদের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন । ঝালকাঠি জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেদে সম্প্রদায় সহ রাস্তার পাশে পড়ে থাকা অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), প্রশান্ত কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঝালকাঠি এবং মোঃ খলিলুর রহমান, অফিসার ইন-চার্জ সদর থানা ঝালকাঠি ।