কক্সবাজারের অন্তর্গত পেকুয়া উপজেলা
রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া (০৪, নং ওয়ার্ড) গ্রামের স্থায়ী বাসিন্দা, ক্যান্সার আক্রান্ত মনছুর আলমকে আর্থিক অনুদান দিয়েছেন অত্র এলাকার সামাজিক সংগঠন বামুলাপাড়া সমাজ উন্নয়ন ফোরাম।
ফোরামের সভাপতি মুহাম্মদ আমজাদ আলীর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল মনছুর আলমের বাড়িতে যান এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
অত্র ফোরামের সভাপতি মুহাম্মদ আমজাদ আলী বলেন, মনছুর আলমের এই মূহুর্তে উন্নত চিকিৎসা সেবা দরকার। কিন্তু তার পিতা মোক্তার আহমদ একজন দিনমজুর, পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাতে অনেক কষ্টের জীবন যাপন করতেছেন এবং ছেলের চিকিৎসা করার জন্য আর্থিক সমস্যার কারণে তার পক্ষে সম্ভব হচ্ছেনা।
পিতা,মোক্তার আহমদ বলেন আমার ছেলে দির্ঘদীন ধরে ব্লাট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং আমি একজন সন্তানের জন্ম দাতা পিতা হয়ে চিকিৎসা সেবা দিতে ব্যার্থ হয়ে ছেলের মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারবোনা
তাই এদেশের সকল প্রকার জনপ্রতিনিধি সহ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সার্বিক ও আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আকুল আবেদন করছি।
এবং সমাজের বিত্তবান সহ সকল শ্রেণীর মানুষকে আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে একজন গরিব অসহায় হতদরিদ্র এই অসুস্থ মনছুর আলম এর পাশে দাঁড়ানোর জন্য তিনি বিনীত অনুরোধ করেন এবং মনছুর আলম সুস্থ্য হয়ে স্বাভাবিক ফিরে এসে,(পাঁচ-দশজনের)সবার মতো বাঁচতে চাই।
তাই মনছুর আলমের সুস্থতার জন্য সারা দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেন।
নগদ অর্থ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, অত্র ফোরাম এর সিনিয়র সহ সভাপতি মাষ্টার মুজিবুল হক মিয়াজী, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আলী আজম, সহ সভাপতি সাঈদ মুহাম্মদ আবু নোমান, অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সাঈদ মুহাম্মদ তারেক ও মিজানুল করিম প্রমূখ।