কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাষ্ট্রিয়াল পার্কের ভেতরে কাভার্ড ভ্যানের চাপায় মো. আক্তার হোসেন ফকির (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত মো. আক্তার হোসেন ফকির তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম (ফকির বাড়ী) গ্রামের মৃত মো. আলাউদ্দিন ফকিরের ছেলে। বিষয়টি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সুলতান উদ্দিন খান বলেন, পৌরসভার ভাদার্ত্তী গ্রামে অবস্থিত হা-মীম গ্রুপের ফ্যাক্টরির ভেতরে একটি কাভার্ড ভ্যান পিছনের (ব্যাক করার সময়) দিকে যাওয়ার সময় দূর্ঘটনাবশত নিরাপত্তা কর্মী মো. আক্তার হোসেন ফকিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কারখানা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান বলেন, সন্ধ্যায় আক্তার হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো বলেন, কারখানার ভেতরে একটি কাভার্ড ভ্যান পিছনে (ব্যাক করার সময়) যাওয়ার সময় মো. আক্তার হোসেন ফকিরকে চাপা দেয়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হা-মীম গ্রুপের কালীগঞ্জ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুর রউফ বলেন, কাভার্ড ভ্যানের চাপায় নিহত মো. আক্তার হোসেন হা-মীম গ্রুপের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, হা-মীম গ্রুপের ইন্ডাষ্ট্রিয়াল পার্কের ভেতরে কাভার্ড ভ্যানের চাপায় মো. আক্তার হোসেন ফকির নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে।