কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র উদ্যোগে কালীগঞ্জ পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে করোনায় কর্মহীন, দরিদ্র ৮ হাজার পরিবার পেল ঈদ উপহার।
বুধবার (২০ মে) সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত
কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণ কালে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এই ঈদ উপহার আপনাদের হক। এটা কোনো দান নয়, সেই হক আপনাদের কাছে পৌছে দিতে এসেছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার পরিবার পরিজনদের নিয়ে বাড়িতে ঈদ করুন। নিজের জীবন ও পরিবারকে রক্ষা করুন