কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে জাংগালিয়া ইউনিয়ানের ৯টি ওয়ার্ডে করোনায় কর্মহীন ৫শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন বাজার মসজিদ সংলগ্ন মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ একেএম ফজলুল হক মিলন’র অনুপ্রেরণায় জাংগালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেনের সহযোগিতায় অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৫শ অসহায় দুস্থ্য, কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহনগর বিএনপি’র সহ-সভাপতি আ.ক.ম মোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক এজিএস নূরে আলম, সাংগঠনিক সম্পাদক বাপ্পী-দে, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, থানা বিএনপি’র প্রচার সম্পাদক ফজলুল হক আকন্দ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গাজীপুর মহনগর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেন বলেন- ‘ভোটের জন্য নয়’ করোনায় কর্মহীন, অসহায়, দুস্থ্য, মানুষের কল্যাণে ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিরণ করা হয়। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্্।