কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে আলোর দিশারী রক্তদান সংগঠনের উদ্যোগে ৭০ টি কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা রাতে আলোর দিশারী রক্তদান সংগঠনের সদস্যরা উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন হতদরিদ্র ৭০ টি পরিবারের ঘরে ঘরে পৌছে দিয়েছেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সেমাইসহ ঈদ সামগ্রী।
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-আলোর দিশারী রক্তদান সংগঠনের আহবায়ক সৈয়দ আহমদ কবির বুলবুল, প্রতিষ্ঠাতা নাছিম মোল্লা, নুন আকন, দৈনিক ডেল্টা টাইমস্ সাংবাদিক তৈয়বুর রহমান, রাকিব হাসান জিতু প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণ কালে আলোর দিশারী রক্তদান সংগঠনের আহ্বায়ক সৈয়দ আহমদ কবির বুলবুল বলেন -আমাদের সংগঠনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে ইতোমধ্যে তিনবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ চতুর্থ বারের মত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। পরিবার ও নিজ কে সুরক্ষিত রাখুন।