বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকায় একটি ফার্মের ভিতরে শনিবার দুপুরে কাল বৈশাখি ঝড়ে একটি গাছের ডাল ভেঙে সাব্বির হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু সাব্বির হোসেন একই এলাকার নবীন এগ্রো ফামর্স লিমিটেড এর কর্মচারী শাহ আলমের ছেলে। তাদের দেশের বাড়ী নরসিংদী বলে জানা গেছে।
ফার্ম কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার নবীন এগ্রো ফার্মস লিমিটেড এর কর্মচারী শাহ আলম স্বপরিবারে ফার্মের ভিতর বসবাস করে আসছে। ওই দিন দুপুরে ফার্মের ভিতর সাব্বির হোসেনসহ ৩-৪জন শিশু খেলা করছিলো। এ সময় কাল বৈশাখি ঝড় শুরু হয়। এমন সময় ঝড়ে একটি গাছের ডাল ভেঙ্গে শিশুর উপর পড়ে। এতে সাব্বির হোসনে নামের ওই শিশুটি আহত হয়। খবর পেয়ে স্বজনরা আহত সাব্বির হোসেনকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীন এগ্রো ফার্মস লিমিটেড এর ম্যানেজার আনিস তারেক জানান, ঝড়ের সময় শিশুরা ঘরে বাহিরে খেলা করছিলো। এ সময় একটি গাছের ডাল ভেঙ্গে সাব্বির হোসেনের মাথার উপর পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ীর ওসি মনিরুজ্জামান জানান, এরকম খবর লোকমুখে শুনেছি। এটা একটা অপমৃত্যু। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।