রাজধানীর মিরপুরের কালশীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩মিনিটে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
এর আগে দুপুর ১টা ৫৫মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।