ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন ডা. সাবরিনার আইনজীবী। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহমেদ।
পরীক্ষা না করেই করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩শে জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা। গত ১২ই জুলাই সাবরিনা চৌধুরীকে পুলিশের কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়।
এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ই অক্টোবর দিন নির্ধারণ করেন।
পরীক্ষা না করেই করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩শে জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা। গত ১২ই জুলাই সাবরিনা চৌধুরীকে পুলিশের কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়।
এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ই অক্টোবর দিন নির্ধারণ করেন।
এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।