কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ৭০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মধ্যে ১৬ জন রোগীর সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
২ মে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুস সালাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায় ১৬ জন রোগীর মধ্যে ১২ জন দস্যু নারায়নপুর ছোঁয়া এগ্রো প্রোডাক্ট লিমিটেডের কর্মচারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অপর ৩ জন ছাড়পত্র পেয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন করোনা ভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলা স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, মোঃ আমানত হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম সরকার নিবিড় ভাবে কাজ করায় এবং রোগীদের চিকিৎসার ও সুরক্ষা নিশ্চিত করা অতি দ্রুত ১৬ জন ছাড়পত্র পেয়েছে।
উপজেলা দস্যু নারায়নপুর গ্রামের প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী ইব্রাহিম মিয়া জানান এমপি সিমিন হোসেন রিমি আপা ও স্থানীয় প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ। আমি তাদের সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরেছি।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আলম শাওন জানান ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন করে কোন করোনাভাইরাস শনাক্ত হয়নি।