কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৩১ টি কওমী ও এতিমখানা মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশেষ বরাদ্দের ৩ লাখ ১০ হাজার টাকার চেক প্রতিষ্ঠান প্রধানের হাতে হস্তান্তর করা হয়েছে।
৫ মে, মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কাপাসিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা উপজেলার ৩১ টি মাদ্রাসার প্রধান (মোহতামিমদের)এর হাতে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর শেষে মাদ্রাসার মোহতামিমগন কওমী মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের জন্য এই অনুদান প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।