খোলা চিঠি
বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বিষয় : করোনা ভাইরাস রোগীদের স্বাস্থ্য সেবা দানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ।
মা-জননী
আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃত বেকার মেডিকেল টেকনোলজিস্টগন, বর্তমানে
সারা পৃথিবী করোনার ভয়াবহতায় স্থবির হয়ে পরেছে। বাংলাদেশও করোনার ভয়াল থাবায় আক্রান্ত। চিকিৎসা সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেডিকেল অফিসার,নার্স,ও মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র, এবং উপজেলা হেল্থ কমপ্লেক্সে নিয়োজিত সুন্মুখ সারির করোনা যুদ্ধা হিসেবে দিন রাত করোনা সম্ভাবনা রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ থেকে শুরু করে রেডিওলজিক্যাল পরীক্ষা সহ চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন মেডিকেল টেকনোলজিষ্ট সহ বেকার ডিপ্লোমা টেকনোলজিষ্টগন, ইতিমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেক মেডিকেল টেকনোলজিষ্ট। করোনা ভাইরাস রোগীদের সেবা নিশ্চিত করতে ইতিপূর্বে অনেক মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে মেডিকেল টেকনোলজিষ্ট গন করোনায় আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিষ্ট সংগঠন “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী
* এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-১৭ জন মেডিকেল টেকনোলজিষ্ট।
* এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-০৬জন।
* এ পর্যন্ত হোম কোয়ারেনটিনে আছেন-১০ জন।
* এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন।
* এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছে ০৫ জন
সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনা চিকিৎসা সেবায় নিজেদের উৎসর্গ করলেও কোন কোন ক্ষেত্রে তাদের সাথে বৈষম্যমূলক আচরন করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমবিবিএস এবং নার্স নিয়োগের ঘোষনা দিলেও মেডিকেল টেকনোলজিস্ট বিষয়ে কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন অসংখ্যক পদ ফাকা থাকলেও নিয়োগবিধি ও মামলা অজুহাতে গত ১২ বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে প্রায় ৪০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট মানবেতর জীবনযাপন করছেন। মামলা নিষ্পত্তি হওয়ার পরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে বরাবরই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীন। শুন্য পদ দ্রুত পূরন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট জাতির বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমতাবস্থায় উক্ত বিষয়ে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আশা করি তার স্বদয় হস্তক্ষেপে অসংখ্য বেকার মেডিকেল টেকনোলজিস্ট নিজেদের করোনা যোদ্ধা হিসেবে গ্রামীন স্বাস্থ্য সেবায় নিজেদের নিয়োজিত করবেন। সবশেষে আল্লাহ তায়ালার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে আমরা আস্থথ্য করছি যে কোন সময় দেশের সেবায় আমরা আপনার পাশে আছি।বেকার মেডিকেল টেকনোলজিস্ট দের পক্ষে
শ্রীঃ সোকেন চন্দ্র নাহা
সিঃ সহ- সভাপতি
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ(কেন্দ্রীয় সংসদ)