মোঃআরিফ মৃধাঃঃ
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ এর পক্ষে বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ ইং পিপিই উপহার দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনকে।
সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম এর হাতে এ পিপি তুলে দেন কেয়ার কান্ট্রি ডিরেক্টর ওয়ালটার ওয়াসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ওয়ালটার ওয়াসা, কেয়ার বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য প্রধান ডাক্তার জহিরুল আলম আজাদএসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে এসকল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
কেয়ারের কান্ট্রি ডিরেক্টর ওয়ালটার ওয়াসা বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে কেয়ার। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় গাজীপুর সিটি করপোরেশনকে সামনের দিনগুলোতে আমরা সহযোগিতা করতে চাই।এরই অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনকে এসকল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।
অস্ট্রেলিয়া ভিত্তিক এ সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে অর্থনৈতিক অবদান রাখছে প্রতিনিয়ত।বাংলাদেশে রাস্তাঘাট, সেতু শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করে আসছে এ সংগঠনটি।
করুণা প্রাণঘাতী এই ভাইরাসে যখন সারা বিশ্ব চিন্তিত হয়ে পড়েছে, সারা বিশ্বকে চোখ রাঙ্গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস, তখন বাংলাদেশের মত অধিক জনসংখ্যার দেশে করোনা ভাইরাস এর ব্যাপক ঝুঁকিতে আছে আমাদের এই দেশটি।
অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের মত করোনা ভাইরাস মোকাবেলায় ও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে কেয়ার।
এরই অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন কে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ নানা উপকরণ উপহার দিয়েছে সংগঠনটি।
সারা বাংলাদেশে তারা এরকম কর্মকাণ্ড জনস্বার্থে চালিয়ে আসছে।
গাজীপুর সিটি কর্পোরেশনকে পিপিই সহ করোনা ভাইরাস মোকাবেলায় সরঞ্জামাদি প্রদান করার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয় ও কেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসময় মেয়র জাহাঙ্গীর বলেন, আমরা নিজেরা করোনা মোকাবেলার জন্য সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী সহ আমাদের কর্মী ও জনসাধারণের মাঝে সরঞ্জাম প্রদান করছি।
কেয়ার সংগঠনটি স্বেচ্ছায় করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মেয়র বলেন, আমি আশা করি আগামীতেও বাংলাদেশের যেকোনো দুর্যোগে এরকম সংগঠন বাংলাদেশের পাশে থাকবে।
তিনি বলেন, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী প্রাণঘাতী ভাইরাস করোনা মোকাবেলায় নিজেদেরকে সম্পৃক্ত করেছি এবং মানুষকে সাহায্য করার পাশাপাশি তাদের পাশে থেকে কাজ করছি। সম্ভব হলে বিশ্বের অন্যান্য দেশেও আক্রান্তদের পাশে থাকবে।
কেয়ার কর্তৃক সরবরাহকৃত এরকম সুরক্ষা সরঞ্জামাদি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এর কাছে সরবরাহ করা হয়। যাতে করে তারা নিজেরা এবং মানুষকে করনা মোকাবেলায় এ সরঞ্জাম সমূহ প্রদান করতে পার।