আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ ১৩ এপ্রিল-২০২০ সাতক্ষীরার ব্রম্মরাজপুর বাজার, ব্যাংদহ বাজার, ফিংড়ি, ভালুকা চাঁদপুর, চালতে তলা, এল্লার চর ও শহরের বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করার জন্য কয়েকজনকে অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় সকলকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতন থাকতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, নিজেকে ও নিজ পরিবারকে নিরাপদ রাখার পরামর্শ দেন।