ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
সারাবিশ্ব যখন থমকে গেছে ভয়ংকর মহামারি করোনা ভাইরাসের কারনে দেশেও এই ভয়ংকর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় থমকে গেছে গোটা বাংলাদেশ। দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় সরকার প্রধান মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে সাহায্য করে আসছে। চেয়ারম্যান মেম্বার ও অন্যান্য সংশ্লিষ্টদের মাধ্যমে দিয়ে যাচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকার ত্রান সামগ্রী। এতে করে সুবিধা ভোগ করছে হতদরিদ্র ও নিম্নবিত্তের মানুষ।
কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মরণঘাতী এই করোনা ভাইরাসের মুখোমুখী হয়ে কাজ করে যাচ্ছে দেশের রাজধানী থেকে শুরু করে মফস্বলে থাকা সকল জেলা উপজেলার সাংবাদিক। অনেক সাংবাদিক করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো প্রকার প্রণোদনা দেওয়ার ঘোষণা না আসায় হতাশ হয়ে পড়ছেন সাংবাদিক মহল। এমতাবস্থায় মুখলজ্জায় চেয়ারম্যান মেম্বারদের কাছে ত্রানের জন্য হাত পাততেও পারছেনা সাংবাদিকরা। এতে করে নিরবে কাঁদছে মধ্যেবিত্ত সাংবাদিকদের পরিবার। দেশজুড়ে লকডাউন থাকার কারনে তারা হয়ে যাচ্ছে অসহায়। কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস যারা দেশ ও জাতিরকল্যানের কথা তুলে ধরছে আজ তারাই বিপর্যয়ের মুখে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন সাংবাদিকদের করোনা সঙ্কটে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হোক।