করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিস্কুট বিতরণ করেছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিএমএসএফ’র হাতীবান্ধা উপজেলা ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিএমএসএফ’র স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্দা ইউনিটের নুরনবী সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
এ সময় শিক্ষা উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করে ক্ষুদে শিক্ষার্থীরা।